খেজুরি ১: SIRর নামে BJP মিথ্যে ও ভাঁওতাবাজির বিরুদ্ধে আজ মুগবেড়িয়ায় প্রতিবাদ মিছিল ও সভা তৃণমূলের,উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী
বাংলার গণতন্ত্রকে কব্জা করতে বাংলা–বিরোধী বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের SIR নামের ফাঁদ আর ভোটবঞ্চনার চক্রান্তকে আজ রাস্তায় নামিয়ে চূর্ণ করে দিল ভগবানপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস। মুগবেড়িয়া ব্যাংক মোড় থেকে সুশীলা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হল মহা মিছিল ও প্রতিবাদ সভা। উপস্থিতছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী, সভাধিপতি উত্তম বারিক,তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব গন