তপন: অষ্টমীর সন্ধ্যায় ধনুচি নাচে উচ্ছ্বাসে ভাসল লস্করহাট মন্দির প্রাঙ্গন
অষ্টমীর সন্ধ্যায় ধর্মীয় উচ্ছ্বাস আর আনন্দে ভরে উঠল দক্ষিণ দিনাজপুরের লস্করহাট গ্রাম্য বারোয়ারী মন্দির প্রাঙ্গন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই সেখানে শুরু হয় ঐতিহ্যবাহী ধনুচি নাচের অনুষ্ঠান। ঢাকের তালে তালে ধুনুচি হাতে নেচে ওঠেন নারী-পুরুষসহ সকল বয়সের ভক্তরা। দেবী দুর্গার আরাধনায় এই ধনুচি নাচকে ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। গ্রামবাসীদের পাশাপাশি আশপাশের এলাকার বহু মানুষও এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমান মন্দির চত্বরে। পুজোর অন্যতম আকর্ষণ হয়ে