মানবাজার ১: আগামী দশেই নভেম্বর পুরুলিয়ার জেলা শাসক কে ডেপুটেশন কর্মসূচির সমর্থনে মানবাজারে মিছিল CPIM এর
আগামী দশেই নভেম্বর পুরুলিয়ার জেলা শাসক কে জেলার স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক ডেপুটেশন কর্মসূচির সমর্থনে মানবাজারে মিছিল করলো সিপিআইএম। শনিবার বিকেল পাঁচটা থেকে মানবাজার হসপিটাল মোড় শুরু হয়ে মিছিল পোস্ট অফিস মোড়ে শেষ হয়।উপস্থিত ছিলেন সিপিআইএমের পুরুলিয়া জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী সহ দলীয় কর্মীরা।