কল্যাণী: কল্যাণীতে বিজেপির আত্ম স্বনির্ভর ভারত নিয়ে বিশেষ সভা, উপস্থিত বিধায়ক অম্বিকা রায়
Kalyani, Nadia | Oct 28, 2025 কল্যাণী বিধানসভার কল্যাণী সেন্ট্রাল পার্কে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রিয় কার্যালয় ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনে বিজেপির কল্যাণী মন্ডল ৩ এর উদ্যোগে আত্মনির্ভর ভারত কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা সভা করা হলো। মঙ্গলবার এই আলোচনা সভায় উপস্থিত কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, তিন নম্বর মন্ডল বিজেপির সভাপতি তাপস ব্যাপারি সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব এবং বুথ কর্মীদের নিয়ে এই সভা করা হয়। আত্ম স্বনির্ভর ভারত সহ এসআইআর নিয়ে আলোচনা হয় সবাই।