বারাসত ২: সংখ্যালঘু'রা SIR - এর পক্ষে,কীর্তিপুরে বললেন সংখ্যালঘু নেতা নাজমুল আরেফিন
সংখ্যালঘুরা এসআইআর এর পক্ষে। তারা এই এসআইআরে সব রকম সহযোগিতা করছে। কিন্তু এসআইরের নামে কোন বিভাজনের রাজনীতি করা যাবে না। বারাসাত দুই ব্লকের কীর্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন কীর্তিপুর এলাকায় বুধবার রাত নটা নাগাদ বললেন,সংখ্যালঘু নেতা নাজমুল আরেফিন। তিনি বলেন এই এসআইআর এর নামে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর নাম বাদ না যায়। ইচ্ছা করে কোনো জনগোষ্ঠীর যোগ্য ভোটারকে বাদ দিলে রাজ্যজুড়ে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন এই সংখ্যালঘু নেতা। কী বলেছেন তিনি শুনুন