বর্ধমান ১: মেমারিতে ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে মারধর,তার বাড়ি ভাঙচুর,ঘটনায় গ্রেফতার ছয়
পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে এই ঘটনার অভিযোগ পেয়ে মেমারি থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করায় এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এর আগেও ওই একই ডাইনি অপবাদে তাঁর ওপর হামলা হয়েছিল বলে দাবি নির্যাতিতার। গতকাল রাতের ঘটনার পর মহিলার নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ পিকেট বসানো হয়।