জাঙ্গিপাড়া: জাঙ্গিপাড়ায় জনজাতি গৌরব দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠান
আজ দুপুর ১২টা নাগাদ জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় জনজাতি গৌরব দিবস উপলক্ষে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গোবিন্দ হাজরা। সভায় তিনি জনজাতি গৌরব দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। এলাকার একাধিক বিজেপি কর্মী ও সমর্থকও এই প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন।