বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর পৌরসভা কর্তৃক জনকল্যাণ নব কর্মসূচি "আমাদের পাড়া, আমাদের সমাধান" অনুষ্ঠিত হলো ১৭ নম্বর ওয়ার্ডে
আজ ১৯ শে সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বোলপুর পৌরসভার উদ্যোগে জনকল্যাণমূলক নব কর্মসূচি “আমাদের পাড়া, আমাদের সমাধান” অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি আয়োজিত হয়েছিল ওয়ার্ড নম্বর ১৭-এ।এদিন উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, পাশাপাশি পৌরসভার একাধিক সদস্য ও জনপ্রতিনিধি। স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও চাহিদা শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে পৌরসভার তরফে জানানো হয়।