খেজুরি ১: পঁচেট গ্রাম পঞ্চায়েতের পাঁচেট বার্নিংসান ক্লাবের সার্বজনীন কালীপূজা উপলক্ষে আজ উপস্থিত সহ সভাপতি পীযুষ কান্তি পণ্ডা
পূর্ব মেদিনীপুর জেলার পঁচেট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচেট বার্নিংসান ক্লাবের সার্বজনীন কালীপূজা উপলক্ষে রাত্রিকালীন অনুষ্ঠানে আজ রাত্রি 8 নাগাদ উপস্থিত পটাশপুর-১ পঞ্চায়েত সহ সভাপতি পীযুষ কান্তি পণ্ডা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী । পীযুষ বাবু উপস্থিতছিলেন দর্শকদের শুভেচ্ছা জ্ঞাপন করে।এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান