নন্দীগ্রাম ১: পশ্চিমবঙ্গ যেন তার পুরানো সুনাম ফিরে পায়, নন্দীগ্রামে ১১৭বছরের দুর্গোৎসবের উদ্বোধন করে আজ বলেন সাংসদ সৌমেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন দুর্গোৎসব গুলির অন্যতম নন্দীগ্রাম শারদীয়া উৎসব সমিতি। নন্দীগ্রাম শারদীয়া উৎসব সমিতির ১১৭তম দুর্গোৎসবের উদ্বোধনে এসে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গে যেন শান্তি বিরাজ করে। পশ্চিমবঙ্গ যেন তার পুরানো সুদিন ও সুনাম ফিরে পায়