সীমলাপাল: বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোনামুখী শীতলঝোর এলাকায়
সোনামুখী থেকে উদ্ধার হল বিশালাকার একটি রক পাইথন। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বন দপ্তর সূত্রে জানা যায় সোনামুখী শীতল ঝোর এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দা ইন্ডিয়ান রক পাইথন টিকে দেখতে পেয়ে সোনামুখী বনদপ্তর খবর দেওয়া হয়। তড়িঘড়ি সেখানে উপস্থিত হন বন দপ্তর কর্মীরা এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা করিয়ে সোনামুখী গভীর জঙ্গল ছেড়ে দেওয়া হয়