কালনা ১: নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ঘটনায় আহত ২০, হাসপাতালে আহতদের দেখতে হাজির মন্ত্রী
সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত ২০। জানা গিয়েছে নান্দাই দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটাল।