সাঁইথিয়া: কাটোয়া আহমদপুর রুটে ট্রেন এক্সটেনশনের দাবি জোরদার যাত্রীদের স্বর পৌঁছল ডিআরএম এর কাছে
আজ মঙ্গলবার আনুমানিক দুপুর দু’টো নাগাদ বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত আহমদপুরে হাওড়া ডিভিশনের ডিআরএম শ্রী বিশাল কাপুর পরিদর্শনে আসেন। এদিন আহমদপুর–কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ডিআরএম-এর হাতে ট্রেন এক্সটেনশনের দাবি তুলে ধরে। যাত্রীদের মূল প্রস্তাব— রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত সকালবেলায় একটি ফাস্ট প্যাসেঞ্জার চালু করা এবং রাত