পুরুলিয়া ২: রাতের অন্ধকারে রাস্তার উপর গরু চরছে পথ চলতি মানুষ থেকে গাড়ি র যাওয়া আসার ক্ষেত্রে চরম অসুবিধা পুরুলিয়া কোট রোডে
রাতের অন্ধকারে রাস্তার উপর গরু চলছে পথ চলতে মানুষ থেকে গাড়ি যাওয়া আসার ক্ষেত্রে চরম অসুবিধা হচ্ছে পুরুলিয়া শহরের কোট রোডে। নিত্যদিন এই এমন অবস্থা জেরে সমস্যায় পড়েন পথচারীর থেকে শুরু করে যে কোন গাড়ি।