বর্ধমান ১: বর্ধমানের শাঁখারীপুকুর হাউসিং মাঠে ৩৮তম প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হলো
এই হতাশা ব্যক্ত করলেন প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার। এদিন তিনি কৃষক আন্দোলন, জমিদার-জোতদারদের হাত থেকে জমি ছিনিয়ে নেবার সংগ্রামের ইতিহাস বলতে গিয়ে বলেন, আমাদের দুর্ভাগ্য, যাদেরকে জমির অধিকার বোধ দেওয়া হল, তারা সব ভুলে গেলেন, তাদের নাতি নাতনিরা ভুলে গেলেন। আর জমিদার জোতদারদের নাতি নাতনিরা ক্ষোভ প্রকাশ করে সিপিএমের বিরুদ্ধে বলেন, ওই জমিটা আমাদের ঠাকুরদাদার ছিল।লালঝাণ্ডা তাদের জমি কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যাদের জমি দেওয়া হল তার