মোকাতিপুরে মেগা হেল্থ ক্যাম্প, লায়ন্স ক্লাব ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবার নজির পুরাতন মালদা: Lions Club of Gour Malda ও পুরাতন মালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হালদারের যৌথ উদ্যোগে মোকাতিপুর এলাকায় রবিবার আয়োজিত হল এক মেগা হেল্থ ক্যাম্প। দুপুর বারোটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা, লায়ন্স ক্লাব অফ গৌর মালদার বিভিন্ন পদাধিকারী ও স্থানীয় বিশিষ্টজনেরা।এই স্বাস্থ