জামালপুর: নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রিক পরিষেবা ব্যাহত থাকায় সমস্যায় পড়ছে রোগীসহ চিকিৎসকরা
বেশ কিছুদিন ধরে জামালপুরের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপৎকালীন পরিষেবা নিতে এসে সমস্যায় পড়ছে রোগীরা। শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে নেবুলাইজেশন নিতে এসে হাসপাতালের ইলেকট্রিক পরিষেবা ব্যাহত থাকায় নেবুলাইজেশন মেশিন চালাতে পারছেন না চিকিৎসকরা। এছাড়াও অন্ধকারে ডুবে থাকছে হাসপাতালের ভিতর বিভিন্ন কক্ষ। তাতে সমস্যায় পড়ছে রোগীর সহ চিকিৎসকরা।