মঙ্গলকোট: গুসকরা ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য, মহিলার হারিয়ে যাওয়া ATM কার্ড থেকে খোঁয়া যাওয়া ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল পুলিশ
গুসকরা ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। এক মহিলার হারিয়ে যাওয়া এটিএম থেকে খোঁয়া যাওয়া ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল পুলিশ। শুক্রবার আনুমানিক রাত ৮টা নাগাদ ওই মহিলার হাতে ওই টাকা তুলে দেয় পুলিশ। এতে পুলিশের ভূমিকার তারিফ করছেন এলাকাবাসী। জানা গিয়েছে, গুসকরা শহরের দোনাইপুর এলাকার বাসিন্দা মৌমিতা অধিকারী। তার এটিএম কার্ডটি শনিবার গুসকরা বাজারে পড়ে যায়। আর সেই কার্ডের প্যাকেটের মধ্যেই একটি চিরকুট রাখা ছিল। তাতে লেখা ছিল পিন নাম্বার। আর এতেই বিপত্তি ঘটে।