প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজোলের কদু বারি মোড় এলাকার জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের পথে। ক্লাব কর্তৃপক্ষ থেকে মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ জানা গিয়েছে। কদু বাড়ি মোর থেকে বেরিয়ে তারা থানা মোড় হয়ে বিদ্রোহী মোড় ও গাজোল সহর দিয়ে পরিক্রমা করে ঢাক বাজিয়ে ঢাকের তালে তালে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভক্তরা জগদ্ধাত্রী প্রতিমাকে নিরঞ্জন করতে বেরিয়েছেন। প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় মহিলা নৃত্যের মধ্যে দিয়ে জগদ্ধাত্রী মাকে কালি দিঘিতে নিরঞ্জন করেন।