পটাশপুর ২: "উনি হোমগার্ড নন, তৃণমূলের পান্ডা" উলুবেড়িয়া হসপিটালে জুনিয়র ডাক্তারের আক্রান্ত হাওয়ায় দিঘাত বললেন শুভেন্দু অধিকারী
সারপ্রসাদ ব্যবসায়ী সমিতির আয়োজনে শ্যামাপূজোতেসনাতনী সভায় দীঘাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ রাত সাড়ে আটটা নাগাদ উলুবেরিয়া সরকারি হসপিটালে জুনিয়র মহিলা ডাক্তার আক্রান্ত হওয়া নিয়ে বলেন উনি হোম গার্ড নয় তৃণমূলের পান্ডা, ভুঁয়ো ভোটার নিয়ে বলেন একটাও বাংলাদেশী ভোটার লিস্টে থাকবে না |