ময়নাগুড়ি: পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টি, ফুলেঁ ফেঁপে উঠেছে তিস্তা, ধর্মপুর ও পদমতি 2 এর বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে
পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টি,যার ফলে তিস্তা নদী ফুলেঁ ফেঁপে উঠেছে। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর ও পদমতি দুই নং গ্রাম পঞ্চায়েতের তিস্তার চরের বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে, পাশাপাশি অনেক কৃষকের ধান জলের তলায়, এমন সময়ে ধান জলের তলায় পড়লে বড়োসড়ো ক্ষতি হতে পারে বলে মনে করছেন কৃষকরা। এদিকে তিস্তার মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা রয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। সোমবার সকাল থেকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে, জল ছাড়ার পরিমান মোট ৫৩৬৩