ময়না: জটিল মুমূর্ষু সিজারিয়ান রোগীকে বাঁচিয়ে সাফল্যের কৃতিত্ব অর্জন করল চন্ডিপুরের মাল্টিস্পেশালিটি হসপিটাল
গত ২৩ শে অক্টোবর সন্তান সম্ভাবনা কৃষ্ণা জানা নামে এক মহিলা অতিরিক্ত উচ্চ রক্তচাপ ভর্তি হন বা স্কুলে একটি বেসরকারি নার্সিংহোমে রোগী ডিটিওরেটিং অবস্থা দেখে ডাক্তাররা সিজার করেন পরে রোগীর অবস্থা খারাপ হলে চন্ডিপুরের বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে মেডিকেল টিম ডঃ অতনুচন্দ্রের নেতৃত্বে ক্রিটিক্যাল কেয়ার গাইনি সার্জেন্ট ও হার্টের চিকিৎসকের সহযোগিতায় অত্যন্ত জটিল অবস্থা থেকে সুষ্ঠু করে তোলা হয় রোগীকে বর্তমানে কৃষ্ণা জানা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।