রতুয়া ২: ফুলাহার নদীর জল ঢুকে প্লাবিত নরোত্তমপুর দিয়ার এলাকা পরিদর্শনে বিজেপি সাংসদ
Ratua 2, Maldah | Sep 15, 2025 জল ঢুকে প্লাবিত রয়েছে নরোত্তমপুর দিয়াড়া এলাকা। এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় ফুলার নদীর জলে দুর্দশায় থাকা মানুষদের সাথে দেখা করতে নদীপথে পৌঁছলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন এবং সমস্যায় জর্জরিত থাকা গ্রামবাসীদের সাথে কথা বলতে পৌঁছেছেন তিনি। এলাকাবাসীর নানান সমস্যা অভিযোগ সরকারি ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন সাংসদ।