নবদ্বীপ: বিশ্বরম্ভা মাঝেরপাড়া থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পথে মৃত্যু এক বৃদ্ধার,মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
Nabadwip, Nadia | Sep 15, 2025 বৃদ্ধার নাম তিলকা মাহাতো (৬০),বাড়ি পূর্বস্থলী থানার বিশ্বরম্ভা মাঝেরপাড়া গ্রামে,সূত্রের খবর রবিবার সন্ধ্যায় হটাতই নিজের বাড়িতেই অচৈতন্য হয়ে পড়ে ওই বৃদ্ধা,এরপর বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে পরিবারের সদস্যরা,সেখানে বৃদ্ধাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক,আজ প্রথমে হাসপাতাল থেকে থানায় এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই বৃদ্ধার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে।