রতুয়া ২: চিকিৎসার নামের নার্সিংহোম গুলিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সামসিতে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ
Ratua 2, Maldah | Oct 18, 2025 রতুয়ার সামসি এলাকায় একের পর এক বেসরকারি নার্সিংহোম গুলি গজিয়ে উঠেছে। যে নার্সিংহোমগুলিতে হচ্ছে চিকিৎসার নামে গাফিলতি টাকার খেলা এবং ভুল চিকিৎসায় রোগী মৃত্যু এই গোটা অভিযোগ কে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সমাজসেবাস নার্সিংহোমের সামনে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চলল প্রতিবাদ বিক্ষোভ। আইনি স্বাস্থ্যের দাবি করা হলো বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষর বিরুদ্ধে। একটানা প্রতিবাদ বিক্ষোভ চলে।