পুরুলিয়া ২: পরিচয় মিলল পুরুলিয়া সাহেব বাঁধের জল থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির
অবশেষে পরিচয় জানা গেল গতকাল পুরুলিয়া শহরের সাহেব বাঁধের জল থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির । তার নাম কাজল ধীবর । বাড়ি পুরুলিয়া শহরের সরিষাবাড়ী এলাকাতে । তার পরিচয় জানার পর আজকে দেহটির ময়নাতদন্ত করানোর ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে ।