রামনগর ১: কালী পুজোতে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে? দিঘাতে কি জানালেন জেলা পুলিশ সুপার?
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানা সহ রামনগর এগ্রা পটাশপুর এ কালীপুজোর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য |দিঘাতে পুজো উদ্বোধন শেষের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জেলা জুড়ে পুলিশি নিরাপত্তা কেমন থাকবে তা সংবাদমাধ্যমে তুলে ধরেন।দুর্গা পূজার মতনই কালী পুজোতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রাখা হয়েছে। সাথে সাথে জেলা জুড়ে অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানান এবং ১৫কে গ্রেফতার করা হয়েছে।