নানুর: কীর্ণাহার থানা এলাকার দূর্গা উৎসব কমিটি গুলি কে সরকারি সহায়তা প্রদান, উপস্থিত- BDO, SDPO, OC, Z.P সভাধিপতি কাজল সেখ
Nanoor, Birbhum | Sep 22, 2025 কীর্ণাহার থানা এলাকার দুর্গোৎসব কমিটিগুলোকে সরকারি সহায়তার 'চেক' প্রদান কর্মসূচি হয়ে গেল সোমবার সন্ধ্যায় কীর্ণাহারের একটি অনুষ্ঠান ভবনে।উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সন্দীপ সিংহ রায়, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল সহ লাভপুর ব্লক প্রশাসনের আধিকারিক রা ও।এদিন কীর্ণাহার থানা এলাকার প্রায় শখানেক পুজো কমিটি গুলির হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়।