বরাবাজার: আগাঝোর গ্রামে বনদপ্তরের জমিতে অবৈধভাবে নির্মীয়মান আবাস যোজনার বাড়ি ভেঙে ফেলল বনদপ্তরের লোকজন।
আগাঝোর গ্রামে বন দপ্তরের জমিতে নির্মীয় মান বাড়ি ভেঙে ফেলল বন দপ্তরের লোকজন। বৃহস্পতিবার দুপুরে বনদপ্তরের একাধিক আধিকারিকের উপস্থিতিতে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হলো অবৈধভাবে নির্মাণ করা বাড়িটি, জানা যায়, আগাঝোর গ্রামেরই এক ব্যক্তি অর্ধেক নিজের জায়গা এবং অর্ধেক বনদপ্তরের জায়গা নিয়ে আবাস যোজনায় পাওয়া ওই বাড়িটির নির্মাণ করছিল। বন রক্ষা কমিটির অভিযোগের ভিত্তিতে এদিন পুরো এলাকা মাপ জোক করার পরে ভেঙে ফেলা হলো বাড়িটি