মানবাজার ১নং ব্লকের জিতুজুড়ী অঞ্চলের ডাহিবাড়ী গ্রামে সকলের সঙ্গে আলোচনায় বসলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। শনিবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু,অঞ্চল সভাপতি দয়াময় বাউরি সহ দলীয় কর্মীরা।