হরিশ্চন্দ্রপুর ২: হরিশ্চন্দ্রপুর বিধানসভার মালিওর ২ অঞ্চল, সোনাকোল হাই মাদ্রাসা পাড়ায় ফারুকি জামে মসজিদের উন্নয়নে বিরাট ধর্মীয় জলসা
হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মালিওর ২ অঞ্চল, সোনাকোল হাই মাদ্রাসা পাড়ায় ফারুকি জামে মসজিদের উন্নয়নে বিরাট ধর্মীয় জলসা — উপস্থিত রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মালিওর ২ অঞ্চলের সোনাকোল হাই মাদ্রাসা পাড়ায় অবস্থিত ফারুকি জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক সভাপতি তবারক হোসেন।