খড়গপুর ১: বেআইনি মদের কারবার, রনংদেহি রূপে মহিলারা, খড়্গপুরের বারবেটিয়াতে ব্যাপক ভাঙচুর মদের দোকানে ও মালিকের বাড়িতে
এলাকায় বেআইনি মদের কারবার চলছে রমরমিয়ে। বারবার পুলিশকে জানিও কোন সুরাহা হয়নি। শেষমেশ নিজেরাই হাতে লাঠিসোঁটা তুলে নিলেন খড়গপুর বারবেটিয়া পূর্বপাড়ার একদল মহিলা। রণং দেহি রূপে চড়াও হলেন মদের দোকানে। চলল ব্যাপক ভাঙচুর। জানা গিয়েছে শনিবার রাতে, খড়গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় বেআইনি মদের দোকানে হাজির হন শতাধিক মহিলা। মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দোকান মালিকের বাড়িতেও চড়াও হয়ে ভাঙচুর চালায় ক্ষিপ্ত মহিলারা। ফ্রিজের মধ্যে থাকা মদের বোতল