দাসপুর ১: বাসন্তী পুজো উপলক্ষ্যে পার্বতীপুরে আয়োজিত রক্তদান শিবির, উপস্থিত বিধায়ক; রক্তদান করলেন ৭জন মহিলা সহ ৪৫ জন
১১তম বর্ষের বাসন্তী পুজো উপলক্ষ্যে দাসপুর ১ নম্বর ব্লকের পার্বতীপুরে আয়োজিত রক্তদান শিবির। শনিবার দুপুর দেড়টা নাগাদ রক্তদান শিবিরে উপস্থিত হলেন দাসপুরের বিধায়ক মমতার ভূঁইয়া। বিকেল ৪টে নাগাদ উদ্যোক্তারা জানান, এদিনের রক্তদান শিবিরে রক্ত দেন ৭ জন মহিলা সহ মোট ৪৫ জন।