আউশগ্রাম ২: অপরাধ দমনের পাশাপাশি সামাজিক কর্তব্যে অবিচল পুলিশ, আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশের কর্মকান্ড তারই প্রমাণ দিল
অপরাধ দমনের পাশাপাশি সামাজিক কর্তব্যে অবিচল পুলিশ। শনিবার আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশের কর্মকান্ড তারই একবার প্রমাণ দিল। জেলা পুলিশের অনুপ্রেরণায় ছোড়া ফাঁড়িতে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে ওই শিবিরে হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। এদিন আনুমানিক দুপুর ৩টা পর্যন্ত এই শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে শতাধিক মানুষ রক্তদান করেন। রক্ত দেন আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী সহ অনান্যরা।