তৃণমূলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল আউশগ্রামের বেলেমাঠে। রবিবার আনুমানিক দুপুর ৩টা পর্যন্ত এই শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে শতাধিক মানুষ রক্তদান করেন। কেমব্রি হাসপাতালের চিকিৎসকরা এসে ওইসমস্ত রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। আর রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত হন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার সহ তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। রক্তের চাহিদার কথা মাথায় রেখে এমন চিন্তাভাবনা উদ্যোক্তাদের।