কুলতলি: দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের অবস্থান-বিক্ষোভ ও ধর্না নবম দিনে পড়ল
কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে, দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের অবস্থান বিক্ষোভ ধর্না নবম দিনে পড়ল। কুলতলী বিট অফিসের একাধিক আধিকারিক মৎস্যজীবীদের উপরে জুলুম অত্যাচার চালানোর প্রতিবাদে এমনই পদক্ষেপ মৎস্যজীবী সংগঠনের ।সেই চিত্র আপনার দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।