জলঙ্গি: জলঙ্গিতে পিয়াজি-জিলাপি ভেজে বেকারত্ব দিবস পালন যুবকদের
পিয়াজি-জিলাপি ভেজে বেকারত্ব দিবস পালন যুবকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অভিনব প্রতিবাদ জলঙ্গিতে। বুধবার সন্ধ্যায় জলঙ্গি ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হলো ‘জাতীয় বেকারত্ব দিবস’। এদিন যুবকরা বেকারত্বের প্রতীকী বার্তা দিতে পিয়াজি ও জিলাপি ভেজে রাস্তায় বিক্রি করেন। যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মোদি সরকারের আমলে দেশে আকাশছোঁয়া বেকারত্ব। ক্ষমতায় আসার আগে কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও আজ যুবসমাজ কাজের সুযোগ থেকে বঞ্চিত। তাই জন্মদিনকে