নবদ্বীপ: চর-কুর্মিপাড়া এলাকায় কীটনাশক খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ,ময়নাতদন্তের জন্য দেহ শক্তিনগর মর্গে পাঠাল নবদ্বীপ থানার পুলিশ
Nabadwip, Nadia | Oct 26, 2025 মৃত গৃহবধুর নাম জয়ন্তী মাহাতো(৩৭),বাড়ি নাকাশীপাড়া থানার অন্তর্গত চর-কুর্মি পাড়া এলাকায়,সূত্রের খবর গৃহবধূ দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন,তার চিকিৎসাও চলছিল বলে জানান গৃহবধূর স্বামী সুকুমার মাহাতো,শনিবার বিকেলে স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যান স্বামী সুনীল মাহাতো,এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পান তার স্ত্রী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে,পরে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।