তমলুক: ইয়ুথ স্পোর্টিং ক্লাবের 32তম বর্ষের দুর্গোৎসবের বিজয়া দশমীতে মায়েরা মাতলেন সিঁদুর খেলায় ও শুরু প্রতিমা নিরঞ্জনের পালা
তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবের ৩২ তম বর্ষের দুর্গাপুজোর বিজয়া দশমীতে মায়েরা মাতালের সিঁদুর খেলায় , ঢাকের বাদ্য শঙ্খ ধ্বনি উলুধ্বনি নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখে শেষ হলো এই ক্লাবের এ বছরে দুর্গাপূজা। সিঁদুর খেলার আগে কলা বৌ ও দেবী মাকে সিঁদুর দিয়েবরণ করে নেওয়া হয়, তারপর বিবাহিত মহিলারা একে অপরের কপালেসিঁদুর মাখিয়ে সিঁদুরখেলায় মেতে ওঠেন তারপরেই মায়ের নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয় |