জলপাইগুড়ি: জলপাইগুড়ি তিস্তা সেতুর মুখে বারো চাকা ট্রাকে আগুন, রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাক টি
জলপাইগুড়ির তিস্তা সেতুর মুখে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎই আগুন ধরে বারো চাকার একটি ট্রাকে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা ট্রাক, আর তা ঘিরেই এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল শব্দ শুনে বাসিন্দারা বাইরে এসে দেখেন আগুনে গ্রাস করেছে ট্রাকটিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। তাদের তৎপরতায় অনেকক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।