বিশালগড়: পাহাড়ে মথায় মোহভঙ্গ হচ্ছে জনজাতিদের,বিশ্রামগঞ্জে বললেন প্রাক্তন মন্ত্রী
পাহাড়ে মথায় মোহভঙ্গ হচ্ছে জনজাতিদের। তারা ধীরে ধীরে গনমুক্তি পরিষদে আসতে শুরু করেছে।মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এখন আবোল তাবোল বলছেন।বিশ্রামগঞ্জ সিপিআইএম দলীয় কার্যালয়ে একটি সম্মেলনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা।