পান্ডুয়া: ভূঁইপাড়ায় গ্রামে দূর্গাপুজো দেখতে হাজির হলেন চীনা নাগরিকরা, ঢাক বাজানো থেকে নাড়ু পাকানো আরতি সবই করল তারা মায়ের কাছে
Pandua, Hooghly | Sep 28, 2025 পান্ডুয়ার ভূইপাড়ায় গ্রামের পুজো দেখতে হাজির হলেন চীনা নাগরিকরা, ঢাক বাজানো থেকে নাড়ু পাকানো আরতি সবই হলো মায়ের কাছে। আজ রবিবার বৈকাল চারটে নাগাদ ওই পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে গ্রামের পুজো দেখতে হাজির হন বিদেশি নাগরিকরা। ষষ্ঠীর দিন পান্ডুয়ার ভুঁইপাড়া বারোয়ারি পুজো কমিটির দুর্গাপূজার হাজির হন ১০ জন চিনা নাগরিক। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। চাইনিজ কনস্যলেট কলকাতার ডেপুটি,,