ময়ূরেশ্বর ২: ৫ শতাধিক স্বজনহারা শিশুদের জন্য মঞ্চগরে বৃহৎ অনুষ্ঠান পথপ্রদর্শকের
প্রায় ৩০০ বিজেপির কর্মী সমর্থক সহ কার্যকর্তাদের উপস্থিতিতে ময়ূরেশ্বরে রবিবার বৈকালে করা হলো অঞ্চল সম্মেলন। মূলত আজ ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ১০ টি পঞ্চায়েত সদস্য সহ একাধিক বিজেপির কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই অঞ্চল সম্মেলন করা হলো ময়ূরেশ্বর ক্যানেলমোরের তুলসী অনুষ্ঠান ভবনে। বলা যেতেই পারে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই অঞ্চল সম্মেলন করা হলো আজ। এদিন অতিথিবর্গদের বরণ করার পর বক্তব্যের মধ্য দিয়ে কর্মীদের মনোবল বাড়ানের আজকের বক্তারা।