বারুইপুর: বারুইপুর পূর্ব উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসবেরর ৪৭তম বৎসরের ভাবনা জাগতিক
বারুইপুর পূর্ব উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সোনালী সংঘ তাদের এ বছর ৪৭ তম বর্ষে পদার্পন করলো এবছর তাদের ভাবনা জাগতিক, বিভিন্ন রাশি চক্র ও জ্যোতিষ শাস্ত্র এই পূজা মন্ডপে তুলে ধরা হয়েছে, মন্ডপের ভিতরে বিভিন্ন রাশির ফ্রক আঁকা রয়েছে মূলত জ্যোতিষ শাস্ত্র কে প্রাধান্য দেওয়া হয়েছে এই পূজা মন্ডপে।