সবং: সবং কৃষক বাজারে ভূমিহীনদের পাট্টা বিতরন কর্মসূচিতে উপস্থিত রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কৃষক বাজারে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সবংয়ে ভূমিহীন ব্যাক্তিদের হাতে পাট্টা তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এদিন তিনি সবং ব্লকের ২৩৪ জন ভূমিহীন ব্যাক্তিকে পাট্টা তুলে দেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অনান্যরা।