ধর্মনগর: কালী দীঘীর পাড় স্থিত নেতাজী মূর্তির পাদদেশে সিপিআইএম দলের গণ অবস্থান,উপস্থিত যুবরাজনগরের বাম বিধায়ক,কমরেড অমিতাভ দত্ত
রাজ্যের বিভিন্ন স্থানে সঙ্গে ধর্মনগরে গণঅবস্থান — ধর্ষণ, মাদক কারবার ও উৎকোচ কেলেঙ্কারির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে কেন্দ্র করে।রাজ্যের বিভিন্ন স্থানে — সঙ্গে ধর্মনগরেও — অনুষ্ঠিত হল গণঅবস্থান কর্মসূচি। শিশুকন্যা ধর্ষণকারী এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি, রেলের বোঝাই কোটি কোটি টাকার নেশা সামগ্রীর কারবারে যুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি একাধিক দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের কালী দীঘীর পাড়ে এই গণ অবস্থান