কুমারগঞ্জ: কুমারগঞ্জে দীন দয়াল উপাধ্যায়ের জন্ম দিবস পালিত
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা অঞ্চলে বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে পালিত হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০ তম জন্মজয়ন্তী। দুপুর সাড়ে তিনটে নাগাদ অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভানেত্রী দেবশ্রী সরকারসহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে উপাধ্যায়ের আদর্শ ও ভাবধারাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁর দেখানো পথেই দল আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে।