হবিবপুর: ডাকাতদের পূজিতা দেবী আজ ভক্তির প্রতীক—জাগ্রত মানিকোড়া কালীপুজোয় জনজোয়ার, চলছে জোর প্রস্তুতি
মালদার হবিবপুরের জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়ায় প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো। কথিত আছে, একদা পুনর্ভবা নদী পেরিয়ে একদল ডাকাত রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা স্থানে দেবীর পুজো দিত। পরে স্থানীয় জমিদার সেই বেদি আবিষ্কার করে পুজো শুরু করেন।আজও ডাকাতদের রীতি মেনে মশাল জ্বালিয়ে হয় পুজো। পুজোর ‘চক্ষুদান’-এর সময় দেবীমূর্তি কেঁপে ওঠেন বলে বিশ্বাস। আগে মূর্তিকে লোহার শিকল দিয়ে বাঁধা হত, এখন মুখ ঢেকে রাখা হয়।সাত দিন ধরে চলে মেলা