নানুর: নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী কে সামনে রেখে প্রস্তুতি ক্ষতিয়ে দেখলেন কাজল সেখ
Nanoor, Birbhum | Oct 12, 2025 আগামী ১৬ই অক্টোবর রয়েছে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সেই বিজয়া সম্মেলনী সভা অনুষ্ঠিত হবে নানুর পঞ্চায়েত সমিতির মাঠে। তার আগে আজ অর্থাৎ রবিবার বিকেলে সেই সভাস্থল পরিদর্শন করলেন ও প্রস্তুতি ক্ষতিয়ে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ সহ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন তাঁরা সমগ্ৰ সভাস্থল পরিদর্শন করার পাশাপাশি কোথায় মঞ্চ তৈরি হবে কোন দিকে দর্শকদের আসন থাকবে সেগুলি নিয়েও আলোচনা করা হয়।