ভগবানগোলা ১: আট মুখ ক্যানেলে জল দেখে উচ্ছ্বসিত গ্রামবাসী, দুই দশক পরে ফিরলো পুরনো স্মৃতি
ভগবানগোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহাসিক আট মুখ ক্যানেল দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও জলগড়া শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ধরে শুকনো, খটখটে অবস্থায় পড়ে থাকা ব্রিটিশ আমলের এই ক্যানেল যেন নতুন প্রাণ ফিরে পেল। আজ সকাল ১১:৪৫ নাগাদ ক্যানেলে জল বইতে শুরু হতেই বাচ্চা থেকে বৃদ্ধ—সকলেই জাল হাতে নেমে পড়ে মাছ ধরতে। সচারচর এই দৃশ্য এলাকায় প্রায় কুড়ি বছর আগে দেখা যেত। দীর্ঘ বিরতির পর আবার সেই ছবি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছে